পাংশায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) :
| আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ পিএম | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:২৯ পিএম
পাংশায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কার্যক্রমের আওতায় সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, সূর্যমুখী, চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পাংশা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম আবু দারদা, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব মুহাম্মদ তোফাজ্জল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে