রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ট্রেনের একটি বগি থেকে উদ্ধার করা হয় আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গানপাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালায়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ছিল। দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দর স্টেশনে অভিযান শেষে ট্রলি ব্যাগভর্তি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
তিনি বলেন, “সেনাবাহিনীর দলটি বনলতা এক্সপ্রেসে অভিযান চালায়। তবে ঠিক কত অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হয়েছে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।”
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর প্রাথমিক রিপোর্টে পিস্তল ও বিস্ফোরকের পাশাপাশি গানপাউডার ও প্লাস্টিক বিস্ফোরকও পাওয়া গেছে, যা কোনো বড় ধরনের নাশকতার প্রস্তুতির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ব্যাগটি ট্রেনের একটি সিটের নিচে রাখা ছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তা বাহিনী এখন রাজধানীর রেলপথে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকায় চলাচলকারী একটি আধুনিক বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত যাত্রী পরিবহন করে।