ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪৩ জন",

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৪:৪৩ পিএম
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪৩ জন",

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মশাবাহিত এই রোগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬৩ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকাতেই বেশি সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে, যদিও ঢাকার বাইরেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাসপাতালগুলোতে এখনো শয্যা সংকট রয়েছে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার তারতম্য ও পানি জমে থাকা জায়গাগুলোতে মশার প্রজনন নিয়ন্ত্রণে না আসায় সংক্রমণ বাড়ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে