বরিশাল নগরীতে এক গৃহবধুকে গণধর্ষনের অভিযোগে চার জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষনা করেছেন।
ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের বাসিন্দা রাসেল গাজী (৪৫), একই ওয়ার্ডের গ্যাস টারবাইন এলাকার ভাড়াটিয়া বাসিন্দা রোকন খান (৩৩), ধান গবেষনা সড়কের খেয়াঘাট এলাকার রাজিব জমাদ্দার (৩৫) ও জাহিদ হাওলাদার (৩৬)। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি রোকন খান ছাড়া অন্য তিনজন আদালতে উপস্থিত ছিলো। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিচার চলাকালীন রোকন খান জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেছে। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে-২০১৬ সালের ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খ্রীষ্টান কলোনী এলাকার এক নারীকে ওই চারজন আসামি জোরপূর্বক গণধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর চার আসামিকেই গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামি করা হলেও পুলিশী তদন্তে এজাহার নামধারী চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এজাহারে আরও জানা গেছে, ২০১৬ সালে গণধর্ষনের সময়ে গৃহবধুর বয়স ছিলো ১৮ বছর। সে ধান গবেষণা সড়কের খ্রীষ্টানপাড়া এলাকায় পিত্রালয়ে থাকতো। আসামি রাসেল গাজী তার প্রতিবেশী। ওই বছরের ৯ নভেম্বর বিকেলে গৃহবধুকে বাসায় একা রেখে তার মা ও বোন বেড়াতে যায়। তখন প্রতিবেশী রাসেল সুযোগ বুঝে ঘরের মধ্যে প্রবেশ করে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। এসময়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। গৃহবধু ঘরে থাকা বটি হাতে নিলে রাসেল পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধূর মা বাসায় ফেরার পর বিষয়টি তাকে জানানো হয়। গৃহবধুর মা ঘটনাটি রাসেলের পরিবারের কাছে নালিশ দেয়। এতে রাসেল আরও ক্ষিপ্ত হয়।
সূত্রে আরও জানা গেছে, পরেরদিন (১০ অক্টোবর) গৃহবধু তার মায়ের সাথে ঝগড়া করে সন্ধা ছয়টার দিকে ঘর থেকে সে এক লাখ টাকা সাথে নিয়ে ইজিবাইকযোগে স্বামীর কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাসেল ও তার সহযোগিরা ইজিবাইকের গতিরোধ করে জোরপূর্বক গৃহবধুকে ইজিবাইক থেকে নামিয়ে হাত ও পা বেঁধে নির্জন বাগানে নিয়ে উল্লেখিত চারজনে পালাক্রমে ধর্ষন করে।