রাণীনগরে চুরি ও মাদক মামলায় গ্রেফতার ২

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৪:৫১ পিএম
রাণীনগরে চুরি ও মাদক মামলায় গ্রেফতার ২

 নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চুরি মামলায় একজন এবং মাদক মামলায় একজনসহ মোট দ্ইুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কারবারীর নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শনিবার উপজেলার বগারবাড়ী বাজারে দোকানের মালামাল চুরির সময় স্থানীয় জনতা রাতুল হাসান লিমন (২১)নামে এক যুবককে আটক করে। পরে খবর পেয়ে সেখান থেকে রাতুলকে থানায় নিয়ে আসা হয়। রাতুল বগুড়ার আদমদীঘি উপজেলার ডহরপুর মন্ডলপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। এঘটনায় দোকান মালিক মিজানুর রহমান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।

অপর দিকে শনিবার সন্ধার পর থেকে মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার মিরাট ধনপাড়া এলাকা থেকে  হবিবর মুন্সি (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় হবিবর মুন্সির নিকট থেকে ৬০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। হবিবর মুন্সি উপজেলার মিরাট ধনপাড়া গ্রামের কবির মুন্সির ছেলে। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে।