চরভদ্রাসনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৫:৫০ পিএম
চরভদ্রাসনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে রোববার বিকাল ৪ টায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি দল ১-০ গোলে কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী ফুটবল দলকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নিয়েছেন। উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউযনুছ আলী প্রামানিকের পৃষ্ঠপোষকতায় ও সার্বিক সহযোগীয়তায় চরভদ্রাসন ইয়ং ক্লাব শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফুটবল খেলার আয়োজন করেন।

এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ফাইনাল খেলার সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ প্রামানিক। চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেঃ ড. নিখিল রঞ্জন বিশ্বাস খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ফাইনাল খেলাটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যা ও দিদারুল ইসলাম সেন্টু। 

জানা যায়, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি দল ১-০ গোলে এগিয়ে থাকেন। খেলার দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনা নিয়ে উভয় দল গোল করার মরনপণ চেষ্টা করেও কোনো দল গোল করতে পারে নাই। ফলে খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি দল ১-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেয়। এ ফুটবল টুর্ণামেন্টের প্রধান রেফরিংয়ের দায়িত্ব পালন করেন সাইফ দোহা। সহকারী রেফরিংয়ের দায়িত্বে ছিলেন কামরুজ্জামান সৈকত ও হাসিবুল হাসান। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন মোঃ মোজাফ্ফর হোসেন জাফর ও মোঃ সাজ্জাত হোসেন সাজু। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। এ টুর্নামেন্টে মাস ব্যাপী বিভিন্ন রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ফাইনালে খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি দল বনাম কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী দলের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ফুটবল দল ১-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেন।

আপনার জেলার সংবাদ পড়তে