কুষ্টিয়ার দৌলতপুরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার বড়গাংদিয়া ডায়মন্ড হেলথ্ কেয়ারে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সুমন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জগলুর রহমান (লিটন), মেহেরপুর জেলা কমিটির সভাপতি আব্বাস উদ্দিন, দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম ( শাহীন), কেমিস্ট্র এন্ড ডাগিস্ট দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোঃ আজমল হোসেন, গ্রাম ডাক্তার আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বড়গাংদিয়া ডায়মন্ড হেলথ্ কেয়ারের স্বত্বাধিকারী ওস্তাদ গ্রাম ডাক্তার মোঃ বিশারত আলী,মহিষকুন্ডি ফাতেমা মেডিকেলের গ্রাম ডাক্তার মোহাম্মদ বোরহান উদ্দিন, গ্রাম ডাক্তার মোঃ ইউসুফ আলী,গ্রাম ডাক্তার মোহাম্মদ মিলন আলী,গ্রাম ডাক্তার মোঃ পিয়ার উদ্দিন ।অনুষ্ঠানে বক্তারা আর.এম.পি.ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম,লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে স্থানীয় গ্রাম ডাক্তারগণ তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সভার মাধ্যমে দৌলতপুর উপজেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম(শাহীন)
কে সভাপতি ও মোঃ বোরহান উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আরএমপির দৌলতপুর উপজেলা কয়টি গঠন করা হয়। এ ধরনের আয়োজন স্থানীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত গ্রাম ডাক্তারদের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি করবে। পাশাপাশি, সংগঠনের কাঠামোকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।