আমতলীতে ইসলামী আন্দলনের দুইশ তাধিক কর্মী, সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। শনিবার সন্ধা ৭টায় আমতলী নুরজাহান ক্লাব মিলনায়তনে আমতলী সদর ইউনিয়নের ওয়ার্ড শাখার ইসলামী আন্দলনের সভাপতি মো: নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে দুইশ তাধিককর্মী সমর্থক আনুষ্ঠিানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বি এন পির সদস্য সচিব হুমায়ুন আজাদ শাহিন , আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন ভিপি , সদস্য সচিব মো: তুহিনমৃধা, যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান, কামরুজ্জামান হিরু , সুপ্রিম কোর্ট আইনজীবি ফোরামের সদস্য সচিব এডভোকেট গাজি তৌহিদুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক মো: কবির উদ্দিনফকির, সদস্য সচিব জালাল আহম্দে খান(প্রমুখ) । ইসলামী আন্দেলনের কর্মী সমর্থকদের বিএনপিতে যোগদান বিষয়ে ইসলামী আন্দলনের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমরফারুক জেহাদীবলেন,”নাসির উদ্দিন হাওলাদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছে ।