আমতলীতে ইসলামী আন্দলনের দুই শতাধিক কর্মী সমর্থকদের বিএনপিতে যোগদান

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :
| আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ পিএম | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ পিএম
আমতলীতে ইসলামী আন্দলনের দুই শতাধিক কর্মী সমর্থকদের বিএনপিতে যোগদান

আমতলীতে ইসলামী আন্দলনের দুইশ তাধিক কর্মী, সমর্থক বিএনপিতে  যোগদান করেছেন। শনিবার সন্ধা ৭টায় আমতলী নুরজাহান ক্লাব মিলনায়তনে আমতলী সদর ইউনিয়নের ওয়ার্ড শাখার ইসলামী আন্দলনের সভাপতি মো: নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে দুইশ তাধিককর্মী সমর্থক আনুষ্ঠিানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।  যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বি এন পির সদস্য সচিব হুমায়ুন আজাদ শাহিন , আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন ভিপি , সদস্য সচিব মো: তুহিনমৃধা, যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান, কামরুজ্জামান হিরু , সুপ্রিম কোর্ট আইনজীবি ফোরামের সদস্য  সচিব এডভোকেট গাজি তৌহিদুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক মো: কবির উদ্দিনফকির, সদস্য সচিব জালাল আহম্দে খান(প্রমুখ) । ইসলামী আন্দেলনের কর্মী সমর্থকদের বিএনপিতে  যোগদান বিষয়ে ইসলামী আন্দলনের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমরফারুক জেহাদীবলেন,”নাসির উদ্দিন হাওলাদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে