সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, আবারও অনিশ্চয়তায় ব্যবসায়ীরা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ পিএম
সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, আবারও অনিশ্চয়তায় ব্যবসায়ীরা

সিলেটের ব্যবসায়ী মহলে আবারও অনিশ্চয়তার ছায়া। বহু প্রতীক্ষিত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন স্থগিতের পাশাপাশি নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃতফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ অক্টোবর সিলেটের জেলা প্রশাসকের পাঠানো পত্রের প্রেক্ষিতে চেম্বারের ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন নতুন তফসিল অনুযায়ী আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগেই ভোটার তালিকায় ভুয়া সদস্য অন্তর্ভুক্তির অভিযোগ ওঠে। সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু এই অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

চেম্বারের কার্যক্রম প্রায় বছরখানেক ধরে স্থবির। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে গেলে কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

নির্বাচনে দুটি প্যানেল মাঠে ছিল-‘সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফালাহ উদ্দিন আলি আহমদ ও এহতেশামুল হক চৌধুরী। দুই প্যানেলেই মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তারা নগর ও উপজেলার ব্যবসায়ীদের সঙ্গে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন।

ফালাহ উদ্দিন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন, আর এহতেশামুল হক চেম্বারকে পুনরায় কার্যকর করে সিলেটকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার অঙ্গীকার করেন।

তফসিল অনুযায়ী, ২২ অক্টোবর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও শুনানি সম্পন্ন হয়, ভোটগ্রহণের কথা ছিল ১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। কিন্তু হঠাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় নির্বাচন আবারও অনিশ্চয়তায় পড়েছে।সিলেটের ব্যবসায়ী মহলে এখন প্রশ্ন-কবে হবে নির্বাচন, আর কবে চেম্বার ফিরে পাবে তার কার্যকর নেতৃত্ব?

আপনার জেলার সংবাদ পড়তে