মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও মণিপুরি মুসলিম অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান
শনিবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয়। মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে
ও ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিলেন মৌলভীবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, আমন্ত্রিত অতিথি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা পান্না। তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, পাঙাল সাহিত্য সংসদ এর সভাপতি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সমিতি সভাপতি মো. আজিজুর রহমান, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় ১১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম গত ১৫ বছর ধরে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দরিদ্র ও মেধাবী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মাঝে শুধু শিক্ষা উপকরণ বিতরণ করে না, তারা বিনামূল্যে বিশেষ ক্লাস নিয়ে ও নিয়মিত বাড়িতে শিক্ষার্থীদের খোঁজ নিয়ে থাকে।