পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যুক্তরাজ্যে 'বিশ্ব ইনসানিয়াত বিপ্লব' এর আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:০১ পিএম
পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যুক্তরাজ্যে 'বিশ্ব ইনসানিয়াত বিপ্লব' এর আত্মপ্রকাশ

সংঠনের গুলশান, ঢাকা কার্যালয়ে বাংলাদেশের একমাত্র মানবতার ৪৬তম নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত জরুরী সাংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষনা দিয়ে বলেন আজ থেকে যুক্তরাজ্যে 'বিশ্ব ইনসানিয়াত বিপ্লব'-এর ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো! 'বিশ্ব ইনসানিয়াত বিপ্লব' এখন যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো। আলহামদুলিল্লাহ ওয়াস্সালাতু ওয়াস্সালামু আ’লা হাবীবিল্লাহি ও ইলাহিল কারীম। আল্লামা ইমাম হায়াত বলেন্, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, (ইনসানিয়াত বিপ্লব ইউকে) রোববার থেকে যুক্তরাজ্যে রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন লাভ করে। এই ঐতিহাসিক নিবন্ধনের ফলে, আজ থেকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব অফিসিয়ালি ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ইনসানিয়াত ও মানবতার বার্তা এখন থেকে ব্রিটিশ রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। আল্লামা ইমাম হায়াত আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব শুধু একটি দলের নিবন্ধন নয়, বরং তা হলো: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ার প্রতিজ্ঞা। বৈশ্বিক মানবতা বিপ্লবের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। যুক্তরাজ্যের মাটি থেকে শুরু হোক বিশ্বজুড়ে ইনসানিয়াতের বিজয়। আল্লামা ইমাম হায়াত বলেন, মানুষ দাবি করতে হলেও বস্তুবাদি চেতনা ও বস্তুবাদি জাতীয়তাবাদ থেকে মুক্ত থেকে বস্তুবাদের উর্ধে মানবসত্তায় বিশ্বাস ও অখন্ড প্রাকৃতিক মানব জাতীয়তার ধারক হতে হবে। ভাষাগত পরিচয়, রাষ্ট্রীয় নাগরিকত্ব আর মূল আত্ম পরিচয় তথা জাতীয়তা এক বিষয় নয় সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঈমানীসত্তা ও  বস্তুবাদি সত্তা বিপরীত সত্তা। মানবসত্তা ও বস্তুবাদি সত্তা বিপরীত সত্তা। ভাষাগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, রাষ্ট্রগত জাতীয়তাবাদ সবই বস্তুবাদি জাতীয়তাবাদের এক একটি শাখা যা জীবন সত্যের বিপরীত। বিশ্বজুড়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব) ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন ব্যতীত জীবনের অধিকার ও বাতিল জালিম অপশক্তির অন্যায় আধিপত্য অবিচার কাঠামো থেকে মুক্তি সম্ভব নয়। উপস্থিত সকল নেতৃবৃন্দ দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত কে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের ইমাম আল্লামা ইমাম হায়াত-এর দেখানো পথে মানব সেবার মাধ্যমে ইনসাফপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। ইনসানিয়াত বিপ্লব: মানবতার মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

আপনার জেলার সংবাদ পড়তে