রোববার সকালে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর, আঞ্চলিক কার্যালয় -০৬ এর সামনে কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ক্যাব) এর উদ্যোগে এক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন: ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শওকত আলী খান, ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি জনাব ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) জনাব শামসুর রহমান, ক্যাবের আজীবন সদস্য জনাব আবুল কালাম আজাদ, ক্যাবের সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, ক্যাব কেন্দ্রীয় সদস্য জনাব আনোয়ার হোসেন , ক্যাব ঢাকা জেলা কমিটির উপদেষ্টা জনাব মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাব উত্তরা শাখার সভাপতি জনাব শাহিনা রহমান পপি। বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ মশক নিধন অভিযান জোরদার করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি জোরালো ভূমিকা পালন করার দাবি জানান। বর্তমানে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর পরিমান আশঙ্কাজনক ভাবে বাড়ছে। যা প্রতিরোধে সরকারের কোনো জোড়াল পদক্ষেপ গ্রহণ করেছে তা পরিলক্ষিত হচ্ছেনা। এছাড়া বক্তাগণ ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নিয়ে সাম্প্রতিক একটি পরিসংখ্যান উপস্থিত সেক্টরবাসী ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন। মানব বন্ধন শেষে ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০৬ এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।