ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ সোমবার

বিএনপির প্রতীক আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ পিএম
বিএনপির প্রতীক আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রাকনির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, তরুণ ভোটার, আরপিও, সংস্কার কমিশনের সুপারিশ, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানোসহ বিভিন্ন বিষয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। কমিশন ভোটের আগে-পরে মিলিয়ে পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা চায় বলেও জানান তিনি।

আখতার আহমেদ আরও বলেন, বিএনপি জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে চায়। সেই প্রেক্ষিতে প্রতীক ব্যবহারের বিষয়ে দলটির আবেদন কমিশনে এসেছে। শিগগিরই কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই নেওয়া হবে।

ইসি সচিব জানান, কমিশনের রোডম্যাপ অনুযায়ী সব কাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে সময় ও পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করতে হচ্ছে। তবে সার্বিকভাবে প্রস্তুতি এগিয়ে চলছে।

রোববার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “এখন পর্যন্ত নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তায় পড়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সময় ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এগোচ্ছি।”

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, মাঠপর্যায় থেকে আসা বাড়তি তথ্য পর্যালোচনায় আছে এবং এই সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশনের দায়িত্ব ও সময়সীমার বিষয়টি মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আখতার আহমেদ বলেন, “প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে।” একই দিনে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি কমিশনের বাইরের এলাকা ছিল, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রোববারের বৈঠকে কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাকনির্বাচনি পর্যবেক্ষক দল অংশ নেয়। তারা নির্বাচনের প্রস্তুতি, প্রযুক্তির নিরাপত্তা, প্রবাসী ভোটারদের নিবন্ধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। প্রতিনিধিরা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সম্পর্কেও ইসির কাছ থেকে তথ্য চান।

ইসি সচিব জানান, “কমনওয়েলথ প্রতিনিধিরা নির্বাচনকালীন সময়ের নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার রোধে আমাদের উদ্যোগগুলো সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। তারা নির্বাচনের আগে-পরে মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান।”

আপনার জেলার সংবাদ পড়তে