অবশেষে সৈয়দপুরে মনতাজ ডাকাত গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৬ এএম
অবশেষে সৈয়দপুরে মনতাজ ডাকাত গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মনতাজ আলী (৫২) ওরফে মনতাজ ডাকাতকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাত সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালিপাড়ার মৃত.মফিজ উদ্দিনের ছেলে

৩০ ডিসেম্বর রাতে শহরের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সে বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। সে আন্তঃজেলা চোর ও ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে মূলতঃ মোটরসাইকেল,গরু, লব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সাভ্যান,ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাসাবাড়িতে চুরি ডাকাতি করে থাকে। তাঁর বিরুদ্ধে নীলফামারী,সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় তার নামে একাধিক গ্রেফতারী পরোয়ানাও আছে।  এতোদিন বিভিন্ন থানার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পলাতক ছিল।

সৈয়দপুর থানার উপ-পরির্শক (এস আই) মো. আকতার -উল করিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে