সবার সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নয়ন ও শৃংখলা উন্নয়নে ইতনা স্কুল এন্ড কলেজে গভর্ণিং বডির সভাপতি সরদার তানজির হোসেন এগিয়ে যেতে চান।
এ লক্ষে শনিবার বিকালে কলেজের অডিটোরিয়ামে গভর্ণিং বডির সভাপতি সরদার তানজির হোসেন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত সাহা, মোঃ আমিরুল ইসলাম, এইচএম রইচ উদ্দিন পলু,মাওলানা আব্দুল হান্নান, মোঃ বুলবুল সরদার,শাহীন মোল্লা, বিপুল খান, মো:আইউব হোসেন, কামাল হোসেন রিন্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অভিভাবক ও সুধীজনদের সহযোগিতায় স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গভর্ণিং বডির সভাপতি সরদার তানজির হোসেন দায়িত্ব নেবার পর কলেজের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কাজ চলমান। কলেজে দীর্ঘদিনের অচলাবস্থা ও বিগত সরকারের শিক্ষার ভঙ্গুর কাঠামোর কারনে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতিসাধন হলেও আমরা এখন একটি পরিকল্পনায় সকলের সমন্বয়ে শিক্ষার মানগত উন্নয়নের দিকে এগোচ্ছি। শিক্ষার্থীরা অবশ্যই পড়াশোনা, ক্রীড়া, সংস্কৃতির দিকে এগোবে। এজন্যে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে। আগামী এইচ,এস,সি পরীক্ষায় যাতে ফলাফল আরো ভালো হয় সে ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।