পলাশবাড়ীর

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০১:১০ পিএম
শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) শ্রী মনোজ কুমার গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন। 

রোববার (২৬ অক্টোবর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে বৃন্দাবনপাড়ায় মন্দিরটির স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ পর্যবেক্ষণ করেন সহকারী হাই কমিশনার। এসময় ভারতীয় হাই কমিশন (রাজশাহী) প্রটোকল অফিসার দেবেন্দ্র নাথ ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্যরা তাঁর সাথে ছিলেন। এরআগে মন্দিরের প্রবেশদ্বারে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু ও পুরোহিত টগর দেবনাথ ছাড়াও মন্দির সংশ্লিষ্টরা।

এ মন্দিরে শতাধিক দেব-দেবীর মূর্তি প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। এটি দেশের অন্যতম বৃহত্তম মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। প্রতিদিন শতশত ভক্ত এই মন্দিরে প্রার্থনা করতে আসেন। 

আপনার জেলার সংবাদ পড়তে