সৈয়দপুর নয়াবাজার মহল্লায় ভাড়া বাসায় গৃহবধূ শবনম হত্যা মামলার একমাত্র আসামি স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যা ও মামলার চার দিন পর গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই হামিদ। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শহরের নয়াবাজার এলাকায় তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ শবনমের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহত শবনমের মা ফারজানা বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেপ্তার জাহাঙ্গীর শহরের সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার (দরজিপাড়া) মমতাজ হোসেনের ছেলে। পেশায় চটপটি ও ফুচকা বিক্রেতা। তিনি দুই সন্তানের জনক। নিহত শবনম তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর শবনমকে শ্বাস রোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি মো. ফইম উদ্দিন।