জাতীয় পার্টি নিরব, জামায়াতের একক প্রার্থী

রাজশাহী-৬ আসনে বিএনপির ১২ প্রার্থীর মধ্যে কে পাচ্ছেন ধানের শীষ ?

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০২:৫১ পিএম
রাজশাহী-৬ আসনে বিএনপির ১২ প্রার্থীর মধ্যে কে পাচ্ছেন ধানের শীষ ?
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির ১২ প্রার্থীর মধ্যে কে পচ্ছেন ধানের শীষ। এ নিয়ে চলছে বিভিন্ন সমালোচনা। তবে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন নিরবে। জামায়াতের একক প্রার্থী করছেন গণসংযোগ। জানা গেছে, আগামী ২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুতি গ্রহণ করেছেন। এ নির্বাচনে যোগ্যতা যাচাইয়ের জন্য ভোটরদের দ্বারে দ্বারে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নিজের যোগ্যতা যাচাইয়ের জন্য তারা গণসংযোগ করে যাচ্ছেন। ১২ জন প্রার্থীর মধ্যে কে পচ্ছেন ধানের শীষ। এদের মধ্যে দুইজন রয়েছেন প্রবাসী। তারা এলাকায় না থাকলেও তাদের আতœীয়রা বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। প্রার্থীরা হলেন-জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, মালয়েশিয়ার মালাক্কা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত, আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠু মনোনয়ন চাইবেন। এ আসনে জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সচিব সামসুদ্দিন রিন্টু ও সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ দিকে রাজশাহী পূর্ব জেলা সাংগঠনিক জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক নাজমুল হককে দলীয়ভাবে মনোনিত করেছেন। তিনি এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। বাঘা শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মন্ডল বলেন, আমি জন্মসূত্রে বিএনপির রাজনীতির সাথে আছি। মনোনয়ন পেলেও বিএনপি, না পেলেও বিএনপি। তবে যেহেতু আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তৃণমূলেও রাজনীতির সাথে যুক্ত। সেদিক থেকে আমি দলের মনোনয়ন চাইবো। জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি বিএনপির একজন কর্মী। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা নিজেদের তৃণমূলের নেতা দাবি করেন, তাদের চেয়েও অনেক বেশি পোড় খাওয়া নেতারা আমার সঙ্গে বিএনপির পক্ষে কাজ করছেন। তিনি বলেন, গত নির্বাচনে এই আসন থেকে মনোনীত করা হয়েছিল। আমাকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি। নির্বাচিত হলে রাস্তাঘাটসহ অবকাঠামো পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। বাঘা ও চারঘাট বিএনপির দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের সব নেতাকর্মীরাই আমার সঙ্গে আছেন। সেদিক থেকে এবারও এই আসন থেকে মনোনয়ন পাবার ব্যাপারে শতভাগ আশাবাদী। তারপরও তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন তারপক্ষেই কাজ করবো। জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, আমি সাধারণত কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে কখনো কিছু বলি না। তারপরও বলতে হয়, এই আসন থেকে তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর বিকল্প নেই। নিজেকে বিএনপির নেতা বলে দাবি করবেন, আবার বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াবেন, সেই সুযোগ এবার নেই। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচী নিয়ে বাঘা ও চারঘাটের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সচিব সামসুদ্দিন রিন্টু বলেন, কেন্দ্রীয়ভাবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিলে আমি মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের রাজনীতিকে সুসংহত ও সংগঠিত করছি। তৃণমূলের নেতাকর্মীরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনে একসাথে কাজ করতে পারি সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এবার দলীয় মনোনয়ন চাইবেন মালোশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি প্রবাসী মুফতি আমিরুল ইসলাম, রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি উমর ফারুক ও জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়কক সম্পাদক আব্দুস সালাম সুরুজ সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
আপনার জেলার সংবাদ পড়তে