মোল্লাহাটে আগাছা নাশক পান করে গৃহবধূর মৃত্যু

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:০৭ পিএম
মোল্লাহাটে আগাছা নাশক পান করে গৃহবধূর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে ভিডিও কলে স্বামীকে দেখিয়ে আগাছা নাশক পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার নিজ ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছা নাশক পান করার ঘটনায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পিয়াসী (২২)। তিনি উপজেলার কামারগ্রামের সজীব শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। শুক্রবার  পিয়াসী মোবাইল ফোনে স্বামী সজীবের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে আগাছা নাশক ওষুধ পান করেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিয়াসীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পরে তিনি মারা যান।

উল্লেখ্য, এর আগেও ওই নারী বিষ পান করে সে যাত্রায় বেঁচে যান বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

ওই বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক বলেন, বিষয়টি শুনেছি তবে, এখন পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।