একদিনে ইলিশ বোঝাই ১২টি ফিশিং বোট

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:০৮ পিএম
একদিনে ইলিশ বোঝাই ১২টি ফিশিং বোট

ইলিশ মাছের প্রজনন মৌসুমে ২২ দিন নিষেধাজ্ঞার পর চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে একদিনে রেকর্ড পরিমাণ ইলিশের আমদানি হয়েছে। বড় স্টেশন মাছঘাটে সমুদ্র উপকূলীয় এলাকার নদ নদীতে আহরিত ইলিশ বোঝাই ১২টি ফিশিংবোট সোমবার চাঁদপুর ঘাটে দেখা যায়। যার সিংহভাগই বাঁশি পচা ছোট ছোট ইলিশ। ধারণা করা হচ্ছে, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সময়কালে এসব মাছ নিধন হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন সেই মাছ চাঁদপুরে বিক্রির জন্য আনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে। যখন একসাথে মাছ নিয়ে অনেকগুলো ট্রলার ঘাটে আসে, তখন ইলিশের দাম তুলনামূলকভাবে কম হতে পারে, কারণ বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকে। 

ছোট বড় ইলিশের ব্যাপক আমদানিতে  এখন চাঁদপুর মাছঘাটের রমরমা অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতি আগামী দুই একদিন আর থাকবে না বলে চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে