নীলফামারী- ৪ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াতের প্রার্থী হাফেজ মুনতাকিম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:০৯ পিএম
নীলফামারী- ৪ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াতের প্রার্থী হাফেজ মুনতাকিম

আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনেকটা ঘনিয়ে এসেছে।  আগামি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কোন দিন নির্বাচন হতে পারে এমন কথা শোনা যাচ্ছে নির্বাচন কমিশন থেকে। সে মতে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। তবে দলের মধ্যে কে প্রার্থী হবেন এ নিয়ে নিরব কথাবার্তা দলীয় কার্যালয়গুলোতে চলছে। দলের মধ্যে কে যোগ্যব্যক্তি তা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে। সৈয়দপুর - কিশোরগঞ্জ মিলে নীলফামারী - ৪ আসনটি। জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এটি। 

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। হাফেজ মাওঃ মুনতাকিম জামায়াতের একক প্রার্থী হওয়ায় তিনি নিরলসভাবে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। এব্যাপারে সৈয়দপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান বলেন, প্রতিদিন তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। মতবিনিময় করছেন তাদের সাথে। সুখ দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ ভোটাররাও তার আচার আচরণে অত্যন্ত খুশি হয়ে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরছেন। 

এরই মধ্যে তিনি দেখা করেছেন কিশোরগঞ্জের চাঁদখানা,মাগুড়া,গাড়াগ্রাম,রণচন্ডি,গনেশ,বাহাগিলি,সিটরাজীব,মধ্যরাজিব,কামারপাড়া,ইসমাইল,দুরাকুটি, সিঙ্গেরগাড়ি,মুসা,পারেরহাট,বুড়ির হাট,কালিকাপুর,পুটিমারি,গদা,বড়ভিটা,পুষণা,আলু পাড়া,বাংলা বাজার, মৌলভী বাজার,নিতাইসহ বেশ কিছু এলাকার জনগনের সাথে।

এদিকে তিনি সৈয়দপুর উপজেলার প্রায় সব কটি ইউনিয়ন ঘুরেছেন। সাধারণ ভোটারদের সাথে বসেছেন,কথা বলেছেন, করেছেন তাদের সাথে মতবিনিময়। 

আগামি সংসদ নির্বাচনে তিনি দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন। নির্বাচিত হলে তাদের পাশে থেকে কাজ করবেন এমন প্রতিশ্রুতি দেন। সমাজে যে সকল অপরাধমুলক কর্মকান্ড চলে তা তিনি বন্ধ করবেন। কোন বৈষম্য নয় সবাই এক কাতারে থাকবেন।

কিশোরগঞ্জ উপজেলার গদা গ্রামের সাইফুল ইসলাম বলেন,জামায়াতের প্রার্থী হাফেজ মাওঃ মুনতাকিম প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে দোয়া নিচ্ছেন, দোয়া দিচ্ছেন। ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। তার সুলভ আচরণে ভোটাররা মুগ্ধ,সাথে আমিও।

চাঁদখানা গ্রামের শহীদুল ইসলাম বলেন,অতিতে অনেক দলকে ভোট দিয়েছে। তাদের শাসনামলও দেখেছি। এবার একটু পরিবর্তন দেখতে চাই। তাই নিয়ত করেছি আমার ভোটটা মুনতাকিমের দাঁড়িপাল্লায় দেব।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একক প্রার্থী হাফেজ মাওঃ মুনতাকিম বলেন,আল্লাহর অশেষ রহমতে কিশোরগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় গিয়েছি। সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তাদের মনের কথা জানার চেষ্ঠা করেছি। দাঁড়িপাল্লায় তাদের ভোট চেয়েছি। আশা করি নিশ্চয়ই তারা আমার মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন, পৌরসভা১টি ও ক্যান্টনমেন্ট বোর্ড ১টি মিলে  ভোটার ২ লাখ ২৫ হাজার ২শ ৯৮ জন। অপরপাশে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার ২ লাখ ২১ হাজার ৬শ ৫৩ জন। সৈয়দপুর ও কিশোরগঞ্জ মিলে মোট ভোটার ৪ লাখ ৪৬ হাজার ৯শ ৫১ জন। তবে এর সংখ্যা আরো বেশি হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে