চরভদ্রাসনে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:১৮ পিএম
চরভদ্রাসনে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি  সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে কৃষকদের মাঝে বীনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন করা হয়েছে। প্রনোদনা কর্মসূচীর আওতায় ওই দিন উপজেলা চত্তর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীনামূল্যে সার ও বীজ বিতরন করেন। 

জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৩ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা গম সূর্যমুখি চিনাবাদাম পেঁয়াজ মসুর খেসারী মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। এ কর্মসূচীর আওতায় সোমবার উপজেলার প্রতিজন কৃষককে ৫ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। ওই দিন উপজেলার মোট ১১০০ জন কৃষকের মাঝে সাড়ে ৫ মে.টন সরিষা বীজ ১১ মে.টন ডিএপি সার ও ১১ মে.টন এমওপি সার বিতরন করা হয়েছে বলে জানা গেছে।  

আপনার জেলার সংবাদ পড়তে