ভালুকায় তারুন্যে মেলার প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম
ভালুকায় তারুন্যে মেলার প্রস্তুতি সভা

ভালুকায় তারুণ্যের মেলার প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। জুলাই আগস্টে অভ্যুথানে ফ্যাসিবাদের পতনের পর এই প্রথম ভালুকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের মেলা। জানুয়ারী মাস ব্যাপী মেলা চলবে। বই মেলা থেকে শুরু করে ফুটবল,ক্রিকেট, টুর্নামেন্ট, বলিবল,ব্যাটমিন্ট,কাবাডি,রশিটান ও সাংস্কৃতি অনুষ্ঠানের প্রস্ততি নেয়া হয়েছে। 


এ উপলক্ষ্যে সকাল ১১টায় ভালুকা উপজেলা হল রুমে আলোচনা সভায় হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লা আল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনায় অংশ নেন জামাতের আমীর সাইফুল্ল্যাহ পাঠান,পৌর বিএনপির আহবায়ক হাতেম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ,রুহুল আমীন মাসুদ,রুহুল আমীন,পৌর যুগ্ম আহবায়ক আসান উল্ল্যাহ খান রুবেল,যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরী,রকিবুল হাসান রাসেল,কায়সার আহাম্মেদ কাজল প্রমুখ। 


পরে প্রসাশন,বৈষম্য বিরোধী ছাত্রজনতা,মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপি ও জামাতের নের্তৃবৃন্দের সম্বনয়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে