পাবনা-৩ আসনে হীরাকে প্রার্থী করার দাবিতে বিএনপির বিক্ষোভ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:৪৪ পিএম
পাবনা-৩ আসনে হীরাকে প্রার্থী করার দাবিতে বিএনপির বিক্ষোভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাকে বিএনপি’র দলীয় প্রার্থী করার দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠণ। বিএনপি নেতা হীরার সমর্থনে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় চাটমোহর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জারদিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার,গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা,মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী,চাটমোহর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব,বিএনপি নেতা পালন সরকার,ছাত্রদল নেতা মাসুম আকাশ প্রমুখ।

বক্তারা বলেন,“চাটমোহরের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় মুখ জনপ্রিয় নেতা হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলেন। তাঁকেই এবার দলীয় মনোনয়ন দিয়ে চাটমোহরে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। তাঁর নেতৃত্বে চাটমোহরের বিএনপি নতুনভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে।

এদিকে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামকে দলীয় প্রার্থী করার দাবিতে সোচ্চার তার কর্মী-সমর্থকরা। আনোয়ারুল ইসলামের সমর্থনে ধারাবাহিক কর্মসূচির হিসেবে রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে কে এম আনোয়ারুল ইসলাম এলাকায় গণসংযোগ করেছেন। চাটমোহর পৌরসভার স্বর্ণকার পট্টি,মির্জা  মার্কেট,পুরাতন বাজার ও হাসপাতাল গেট এলাকায় তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় কেএম আনায়ারুলল ইসলাম ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

লিফলেট বিতরণকালে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বলেন,চাটমোহর,ভাঙ্গুড়াা ও ফরিদপুরবাসী স্থানীয় প্রার্থী চায়। স্থানীয় প্রার্থীর দাবিতে সবাই সোচ্চার,তারা কোন বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না।

আপনার জেলার সংবাদ পড়তে