স্বপদে বহাল হলেন সামাদ সওদা মহিলা মাদ্রাসার সুপার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:৪৪ পিএম
স্বপদে বহাল হলেন সামাদ সওদা মহিলা মাদ্রাসার সুপার

সাময়িক বরখাস্তের ৯ বছর পর স্বপদে বহাল হলেন পাবনার চাটমোহর পৌর সদরের সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল ওয়াহহাব। সোমবার সকাল ১১টায় তিনি মাদ্রাসায় গেলে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মোসলেম উদ্দিনসহ শিক্ষকরা  তাকে স্বাগত জানান। পরে ভারপ্রাপ্ত সুপার তাকে দায়িত্ব বুঝে দেন। এসময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার বরখাস্তকৃত সুপার মোঃ আঃ ওয়াহহাবকে স্বপদে (সুপারিনটেনডেন্ট) দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড। একইসাথে সুপার মোঃ আব্দুল ওয়াহহাব কর্তৃক মাদ্রাসার পাসওয়ার্ড পরিবর্তনসহ পরিচালনা কমিটি গঠণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ২২ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের বামাশিবো/প্রশা/পাবনা-১২৬/১৫৩ নং স্মারকপত্রে মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমেদ স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এই পত্র জারির পর থেকেই মোঃ আঃ ওয়াহহাব সামাদ সওদা মহিলা মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রেরণ করেছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন,“মহামান্য হাইকোর্ট বিভাগের রায়,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আদেশের প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক অসম্মান করা হয়েছে”।   

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আদালতের নির্দেশ ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশ অমান্য করে মাদ্রাসার সুপার মওলানা আঃ ওয়াহহাবকে স্বপদে বহাল না করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে নানা কার্যক্রম চালাতে থাকেন। যদিও তার বেতন-ভাতা এখন বন্ধ রয়েছে।  

ইতোপূর্বে মাদ্রাসার সুপার আঃ ওয়াহহাবেেক স্বপদে বহাল করার জন্য আদালত ও মাদ্রাসা শিক্ষাবোর্ড নির্দেশ প্রদান করেন। গত ১৯ আগস্ট’২৫ ইং তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ তাঁর দপ্তরের বামাশিবো/প্রশা/পাবনা-১২৬/৮৮ নং স্মারকপত্রে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে নির্দেশনা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক এই পত্র দেওয়া হয়। কিন্তু তাকে বহাল করা হয়নি। মানা হয়নি আদালত ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশনা। অবশেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড আব্দুল ওয়াহহাবকে সুপার হিসেবে দায়িত্ব পালন এবং পাসওয়ার্ড পরিবর্তন করাসহ পরিচালনা কমিটি গঠণের নির্দেশ দেন।    

আপনার জেলার সংবাদ পড়তে