সাটুরিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:৪৬ পিএম
সাটুরিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় আলমগীর খান নামে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে মানিকগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

ব্যবাসায়ী আলমগীর খান বলেন, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ফাজিলাবাড়ী এলাকার চা ও মুদি ব্যাবসা করে কোন রকম সংসার চালিয়ে আসছি। দোকানটি আমার নিজ বাড়ির পাশে অবস্থিত। দোকান ঘরসহ মোট ২৮ শতাংশ জমি পতিত রয়েছে। এর মালিক এলাকার ময়নাল হক। সে ১৭ বছর আগে আমাদের মৌখিক ভাবে বলে, এ জমি আপনাদের নিকট বিক্রী করব। আমাদের পারিবারিক ঝামেলা শেষ হলে আপনাদের রেজিষ্ট্রী করে দিব। কিন্তু হঠাৎ করে অক্টোবর মাসে একই এলাকার কাদের মোল্লা আমার দোকান ছেড়ে দিতে বলে। কাদের বলে এ জমি তিনি কিনে নিয়েছেন। এ কথা শুনে বলি, এ জমি তো আমাকে রেজিষ্ট্রী করে দেবার কথা। বাজার মূল্য যা আছে আমি দিব। কিন্তু এ কথা শুনার পর সে আমার ওপর ক্ষোভ ঝাড়েন এবং হুমকি দিয়ে চলে যায়।

ব্যবসায়ী আলমগীর খান আরো বলেন, কাদের মোল্লা ও তার গ্যাং বাহিনী মো. উজ্জল, সোহেল, রাকিব, নূরু খান এবং ছাদ্দাম হোসেন বিগত ১৮-১০-২৫ তারিখে আমার নিজ দোকানের সামনে সকাল ১০ টা দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। এ ঘটনা নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গের সাহায্য চাইলে কোন বিচার পাইনি। ফলে বাধ্য হয়ে বিগত ২০-১০-২৫ তারিখে কাদের এর দুই পুত্র মো. উজ্জল, সোহেল এবং কাদের বাহিনীর গ্যাং সদস্য রাকিব, নূরু খান এবং ছাদ্দাম হোসেনকে আসামী করে মানিকগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের (সাটুরিয়া) মামলা দায়ের করি। 

ঘটনাস্থলে গেলে ব্যবাসায়ী আলমগীর খান আরো বলেন, আমি হালাল ব্যবসা করে খাচ্ছি। জমি কেনা-বেচার সময় আমাকে বলে নাই। অথচ আমাকে জমি দেবার কথা ছিল। এখন আমাকে এমন অত্যাচার করতেছে আমার ব্যবসা বন্ধ করার পায়তারা করছে। আমি মাননীয় আদালতে এর স্ষ্ঠুু বিচার চাই। এ ব্যাপারে জমির বিক্রেতা ময়নাল হকের বাড়িতে গেলে পাওয়া যায়নি। 

অভিযুক্ত কাদের মোল্লার পুত্র ও মামলার আসামী উজ্জলের মোবাইল ফোনে রোববার ও সোমাবার একাধিকবার ফোন দিলেও রিসিভ না করাতে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

আপনার জেলার সংবাদ পড়তে