বাকসু নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন শিক্ষার্থীরা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:৫২ পিএম
বাকসু নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন শিক্ষার্থীরা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনশন শুরু করেছেন এক শিক্ষার্থী। গত দুইদিন থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ইতিহাস বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি অনশন শুরু করেছেন। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফেরদৌস রুমি বলেন, ৩২ হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখর বিএম কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ২৪ বছর ধরে কলেজটিতে নির্বাচন হচ্ছেনা। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু। নির্বাচনের দাবিতে এক মাসের অধিক সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনের সামনে তিনি আমরণ অনশন শুরু কেেরছন। নির্বাচনের রোডম্যান ঘোষণা না করা পর্যন্ত এ অনশন চলবে বলেও তিনি উল্লেষ করেন।

এ ব্যাপারে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানিয়েছেন-ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। দ্রুত সময়ের মধ্যে বাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজের ছাত্র সংসদ শুধু নেতৃত্ব নয়, এটি ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের অন্যতম মাধ্যম। অথচ দীর্ঘ দুই যুগেও প্রশাসন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে