সেনবাগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল উপজেলা পরিষদে সভাকক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নুর জান্নাত বেগম, সেনবাগ সেবাক্যাম্প ইনচার্জ ফারভেজ মোশারফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্য়োার হোসেন বাহার, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, সেনবাগ সরকারি কলেজের প্রভাষক মোঃ মহসিন আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ,সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেরা দুনীতি দমন কমিটির সেক্রেটারী ওয়াজি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটির সদস্য মনজুর মোরশেদ , উপজেলা প্লেসক্লাবের সভাপতি মিজান উদ্দিন খন্দকার, সেক্রেটারী আলা উদ্দিন আলো প্রমুখ।
সভায় সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথা কাতার সেন্টার সংলগ্ন এ কটি বাঁশেল খুটিতে দীর্ঘ দিন থেকে একটি জাতায় পতাকা দন্ডায়মান থাকায় সেটি নামিয়ে পেলা ও কিশোর গ্যাং, মাদক,ইভটিজিং,যানঝট,ছমির মুন্সিরহাট বাজারের রাস্তার পাশ্বের ও সেনবাগ পৌরশহরের প্রবেশ মুখে ময়লা আবর্জনা নিরাপদ দুরত্বে পেলার জন্য সরকারি খাস জায়গা বরাদ্ধ দেওয়ার জন্য অনুরোধ করা হয়।