“মানুষের অধিকার ফিরিয়ে আনতে যুবদলকে নেতৃত্ব দিতে হবে” অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রেজিস্ট্রারী মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে সামনের কাতারে নেতৃত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করে দেশগঠনের মহৎ লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
অ্যাড. মোমিনুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁদের নেতৃত্বে আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে।”
তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশকে মুক্তির পথে এগিয়ে নিন-এই হোক যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।”
র্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন এবং যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল অপরিসীম। ভবিষ্যতে সু-শাসন ও উন্নয়নের জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আগমগীর বক্ত চৌধুরী সোয়েব, যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল প্রমুখ। এছাড়া সিলেট জেলা ও মহানগর যুবদলসহ ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।