শৈলকুপা হাসপাতালে ৬০ ভায়াল এন্টিভেনম প্রদান

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম
শৈলকুপা হাসপাতালে ৬০ ভায়াল এন্টিভেনম প্রদান

সোমবার দুপুরে  ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার  সামাজিক সংগঠন শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি আবারও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ ভায়াল এন্টিভেনম প্রদান করেছে।  সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য  সরকারি ভাবে এন্টি ভেনম না থাকায় এই সংস্থাটি বিভিন্ন সময় তারা এন্টি ভেনম ভ্যাকসিন প্রদান করে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে এপর্যন্ত ২৩০ ভায়াল এন্টিভেনম শৈলকুপা হাসপাতালে বিভিন্ন ব্যক্তিরা নিজ অর্থায়নে প্রদান করেছে। এ ব্যাপারে শোলকুপো কথা কওয়া গুষ্টির পরিচালক মোঃ ফারুক মাষ্টার জানান আমাদের শৈলকূপা উপজেলায় সাপের কামড়ে অনেকেই মারা গেছে হাসপাতালে নেই কোন ভ্যাকসিন। তাই আমরা সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে বিভিন্ন সময় এন্টিভেনাম ভ্যাকসিন প্রদান করি।এ ব্যাপারে শৈলকূপা উপজেলা হাসপাতালের দায়িত্ব রত কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন জানান,  এই সংগঠন টি সহ এলাকার অনেকেই  সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য নিয়মিত ভাবেই এন্টিভেনম ভ্যাকসিন প্রদান করে আসছে।  তার ধারাবাহিকতায় আজ আমার কাছে ৬০টি ভায়াল প্রদান করেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে