সুলতান সালাউদ্দিন টুকু

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কোন ষড়যন্ত্রকারী রুখতে পারবে না

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১২ পিএম
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কোন ষড়যন্ত্রকারী রুখতে পারবে না

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিপূর্বে যুবদলের নেতা খুন হয়েছে, গুম হয়েছে, জেলে নির্যাতন ভোগ করেছে। জুলাই আন্দোলনেও যুবদলের ৭৩ জন নিহত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কোন ষড়যন্ত্রকারী রুখতে পারবে না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক। ইদানিং একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করছে। গ্রামগঞ্জে গেলে বোঝা যায়, তালিমের নাম করে ডাকে, আর ভোট চায় জামায়াতের। অনেক মা বোনের প্রতিবাদ করে তালিক থেকে চলে এসেছে। আমাদের তালিমের কথা বলছেন, আর এখন চাচ্ছেন ভোট। মুনাফেকদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এর স্বাধীনতার যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলো। সেই যুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হয়েছেন। তিন দিন আগে আবার তারা মাফও চেয়েছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার অস্তিত্ব যে কোনভাবে টিকিয়ে রাখবে। সোমবার দুপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন সকল যুবকরা যাতে আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে যাতে রুখে দাঁড়াতে পারে। আজকে হাটি হাটি পা পা করে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ যুব সংগঠন হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল। আর সেই সংগঠন আপনারা করেন। প্রিয় ভাইয়েরা, যুবদল বিএনপির মেঝো ভাই। নিচে ছাত্রদল, উপরে বিএনপি। মাঝখানে সম্বনয় করে যুবদল। নিচেও যোগাযোগ করে, উপরেও যোগাযোগ রাখে। পার্টির মুল হার্ট জাতীয়তাবাদী যুবদল। কাজেই আপনারা যা করবেন, অন্যরা তাই শিখবে।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে