অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:৫১ পিএম
অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করে জুলাই সনদের আইনী ভিত্তির পথ সুগম করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, নির্বাচন আমরাও চাই, ফেব্রুয়ারী নয়, প্রয়োজনে ডিসেম্বরেও হতে পারে। কিন্তু জুলাইয়ের অঙ্গিকার সংস্কার ও বিচার নিশ্চিত হতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন আমাদের প্রধান কর্মসূচি। কিন্তু বিদ্যমান পদ্ধতির নির্বাচনে আমরা ডামি ভোট, রাতের ভোট দেখেছি। এই নির্বাচনী ব্যবস্থা হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। ব্যর্থ হিসেবে প্রমাণিত এই পদ্ধতিতে আমরা আর কোন নির্বাচন চাই না। আমরা এমন পদ্ধতিতে নির্বাচন চাই যার মাধ্যমে আর কোন ফ্যাসিষ্ট জন্ম নেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই কেবল ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন সম্ভব হবে। এই সরকারের প্রধান তিনটি অঙ্গিকার ছিলো। সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দেন। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন।

আপনার জেলার সংবাদ পড়তে