গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে-সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:৩৯ পিএম
গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তি  দিতে হবে-সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে বৈধতা দান এবং জুলাই সনদের আইনী ভিত্তি  দিতে হবে  বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী  লিখিত বক্তব্যে বলেন, দেশের জনগণ মনে করে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুণ্ঠন, সর্বত্র ঘুষ, দুর্নীতির অবাধ প্রসার, বিদেশে ২৮ লক্ষ কোটি টাকা পাচার ও বিদেশে বেগম পাড়া তৈরি, খাদ্য ও ঔষধে ভেজাল, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, আওয়ামী লীগের সদস্যরা অন্যের ভূমি, ব্যবসা শিল্প প্রতিষ্ঠান জবর দখল, প্রতিদ্বন্দ্বিদের হত্যা, গুম, আয়না ঘরে ও থানায় আবদ্ধ করে নির্বিচার নির্যাতন, নৃশংস অত্যাচার, লাশ গুম ও নদী সাগরে নিক্ষেপের বিরুদ্ধে প্রতিকার করার জন্যে। সেইসাথে বিচার বিভাগকে অকেজো ও দলীয়করণ করে সাধারণ মানুষকে বিচার ও ন্যায়বিচার হতে বঞ্চিত করে বিচার সংকোচন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অগণিত ভুয়া ও মিথ্যা গায়েবি মামলায় জড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ একটি মিলনায়তনে বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনজোট পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মিয়াজী।

আপনার জেলার সংবাদ পড়তে