বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা যুবদলে যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান বাবু, সোহেল রানা মৃধা, বিএনপির সদস্য শাহিন মোল্লা, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান সাহা হাজার নেতাকর্ম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুবদলের সদস্য কাজী রাকিব, মিন্টু হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা যুবদলকে আরও সংগঠিত ও গণমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ঘোষণা করে।