অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম

দেশের সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তা হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০২:৪৯ পিএম
দেশের সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তা হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার

ভয়াল ২৮ অক্টোবরের লগী-বৈঠার তান্ডবে শহীদদের স্মরন এবং সেই বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেছেন বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশের সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তা হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার। সোমবার (২৮ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিধির বক্তব্য রাখছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম 

উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি আরো বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াল দিন। লগী-বৈঠার সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি এখনো জাতিকে নাড়া দেয়। আজ আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং  ভবিষ্যতে এমন রাজনৈতিক সহিংসতা যাতে আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার ও সহনশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠা না হলে জাতি কখনো নিরাপদ রাজনীতির পথ খুঁজে পাবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে শানি—পূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।

এর আগে মোরেলগঞ্জ আর এম হাসপাতাল চত্তর থেকে বিক্ষিাভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মোরেলগঞ্জ সরকারী সিরাজ উদ্দিন মেমোরিয়াল মসজিদ চত্তরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।