চাঁদপুরের শাহরাস্তিতে গোসলখানা হতে একের পর এক বিষধর জাত গোখরো সাপ বেরুতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছে একটি বাড়ীর লোকজন। এ পর্যন্ত ১৪টি গোখরো সাপ ওই বাড়ী হতে উদ্ধার করেছে স্থানীয় এক সাপুরে।
২৭ অক্টোবর সোমবার বিকালে ১৪টি সাপ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন দোয়াভাঙ্গার সাপুরে সর্পরাজ কামাল হোসেন।
জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজমেহার এলাকায় স্বাধীনতার পূর্ব থেকে বসবাসকারী পুরাতন সাহা বাড়ীতে বিষধর সাপের উপদ্রপ বেড়েছে। ঠাকুর বাজার সংলগ্ন ওই বাড়ীতে প্রায় অর্ধশতাধিক মানুষ বসবাস করছে। যারা সবাই এখন একের পর এক সাপ বাড়ীতে ঘুরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছে।
বাড়ীর বাসিন্দা মিহির চন্দ্র সাহা বলেন, আমি আমাদের গোসলখানায় ২টি কালো গোখরো সাপকে চলাচল করতে দেখি। পরে আমাদের বাড়ীর ৪ তলা ভবনের নীচ তলায় টয়লেটে ও বিল্ডিংয়ের বাহিরে পুরাতন মালামাল রাখার কক্ষে ও হাটা চলার রাস্তায় এবং পুরাতন জমানো লাকড়ীর ভিতরেও একের পর এক গোখরো সাপ দেখতে থাকি। পরে সাপুরেকে খবর পৌছাই সাপগুলো ধরে নিয়ে যেতে।
অর্ক সাহা বলেন, সাপুরে এসে সাপ ধরে চলে যাওয়ার পরেও বাড়ীতে গোখরো সাপের বাচ্চা পাওয়া গেছে। ওই সাপুরে মোট ১৪টি গোখরো সাপ এবং ২টি বড় সাপের খোলস উদ্ধার করেছে। অনুমান করছি, বাড়িতে আরও বড় গোখরো সাপ কোথাও লুকিয়ে রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তির দোয়াভাঙ্গার সাপুরে সর্পরাজ কামাল হোসেন বলেন, আমি ওই বাড়ীর একজনের থাকার কক্ষেও ছোট সাপের খোলস পেয়েছি। এরপর আমি স্বাভাবিক ভাবেই আমার তন্ত্র মন্ত্রের শক্তি ও তাবিজ কবজের ঝার ফু এর মাধ্যমে নিজ হাতেই ১৪টি গোখরো সাপ উদ্ধার করতে সক্ষম হই। সেগুলো সব সাপের বাচ্চা হওয়ায় তা বোতলে করে আমি নিয়ে এসেছি। আশা করছি ওখানে আর সাপ নেই। তবুও কোন সাপ দেখতে পেলে আতঙ্কিত না হয়ে আমাকে খবর দেয়ার কথা বলে এসেছি।