মতলবে জমাট বাঁধা কচুরিপানা ধনাগোদা নদীতে হেঁটে পার হচ্ছে মানুষ, চলছে ফুটবল খেলাও!

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:০৪ পিএম
মতলবে জমাট বাঁধা কচুরিপানা ধনাগোদা নদীতে হেঁটে পার হচ্ছে মানুষ, চলছে ফুটবল খেলাও!

কচুরিপানার দখলে চাঁদপুরের মতলবের ধনাগোদা নদী। উপজেলার কালীপুর থেকে নদীর অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জমে আছে। এক সময়ের খরস্রোতা এ নদীতে কোনো নৌযান চলে না।

সম্প্রতি শ্রীরায়েরচর ব্রিজের নিচে কচুরিপানায় জমাট বাঁধা স্থানে যুবকেরা ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফয়সাল হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

শ্রীরায়েরচর ব্রিজ থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় এতটাই ঘন কচুরিপানার স্তর জমে আছে যে, এর ওপর দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে পারছে।

আপনার জেলার সংবাদ পড়তে