টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ইন্দুরকানীতে কো-অর্ডিনেশন সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:০৯ পিএম
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ইন্দুরকানীতে কো-অর্ডিনেশন সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, রুপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু এবং দক্ষিণ ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে