মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আত্মগোপনে থাকা আসামী গ্রেফতার

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:১৮ পিএম
মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আত্মগোপনে থাকা আসামী গ্রেফতার

মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত  মো. রাজন মোল্লা  নামে এক পলাতক আসামীকে সিলেট থেকে রোববার রাতে গ্রেফতার করেছে আগৈলঝাড়া পুলিশ সোমবার বিকেলে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। মো. রাজন মোল্লা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোটবাশাইল গ্রামে মো. রাজ্জাক মোল্লার ছেলে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানা অফিসার  ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম।  

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ঢাকায় বসে মাদক ব্যবসা করত। তাকে ঢাকার তেজগাঁও বসে ৪শত বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছিল তেজগাঁও থানা পুলিশ। ওই মামলায় তার ১৪ বছরের সাজা দিয়েছিল আদালত। এরপর থেকে সে অত্মগোপনে ছিল।  আগৈলঝাড়া থানায়  তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় আগৈলঝাড়ায় থানার এসআই আব্দুল্লাহ আল মামুন তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে সিলেট থেকে রোববার রাতে গ্রেফতার করে। 

 এব্যাপরে আগৈলঝাড়া থানা অফিসার  ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মো. রাজন মোল্লার ঢাকার  একটি  মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়।  ওই সাজার গ্রেফতারি পরোয়ানা আগৈলঝাড়ায় থানায় আসে। সে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে আমারা তাকে সিলেট থেকে গ্রেফতারকরতে সক্ষমহই। আমরার তাকে সোমবার বিকেলে বরিশাল আদালতের হাজির করি। আদালতের নির্দেশে তাকে বরিশাল কারাগারে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে