পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:২৮ পিএম
পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হামিদ সরকার লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলাকর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবেব বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদসহ উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশটির সঞ্চালনায় ছিলেন বরিশাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে