নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রতারণা এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ঢাকা থেকে একজন এবং উপজেলার চককুতুব এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,অর্থ আত্মসাৎ ও প্রতারনা মামলায় রাণীনগর উজেলার মালশন গ্রামের আব্দুর রহিমের ছেলে সাগর হোসেন (২৪) কে সাজাপ্রদান করেন আদালত। এর পর থেকে সাগর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দেশের রাজধানী ঢাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার চককুতুব এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের গহের আলীর ছেলে মামুন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।