কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে তৃপ্তি মন্ডল নতুন দায়িত্ব গ্রহণ করেছে। তিনি গত ২৫ অক্টোবর বিধায়ী অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের স্থলাভিষিক্ত হলেন। ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা তৃপ্তি মন্ডল কর্ম জীবনের শুরুতে তিনি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ইউনিটে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেন। ২০২৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে এ দায়িত্ব পালন করেন। আর্ন্তজাতিক পরিমন্ডলে দায়িত্ব পালন শেসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে সরাসরি বাজিতপুর সার্কেলে যোগদান করে। তৃপ্তি মন্ডল বলেন, বাজিতপুর সার্কেলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, জননিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ জনতার পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষে তিনি নিষ্ঠার সাথে কাজ করবেন। তিনি বলেন, সাংবাদিক ও পেশা শ্রেণি লোকজনের সহযোগিতা কামনা করেন। তার স্বামীর বাড়ি বাঘেরহাট জেলা সদরে। তিনি এক সন্তানের জননী।