সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে মারজানা (০৩) নামের এক শিশুর পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সে পুরান দুলাল গ্রামের মোকছেদুল ইসলামের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুর মাতা মোছাঃ বিথী বেগম শিশুটিকে বাড়ীর উঠানে খেলারত অবস্থায় রেখে গরুর ঘাস কাটতে বাইরে যান। বাড়িতে ফিরে তিনি মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়েকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পড়ে লোকজন এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে