চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসাক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। ৩১ডিসেম্বর (মঙ্গলবার) সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট)র আয়োজনে নাচোল ডাকবাংলো চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিনামূল্যে রোগিদের চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্নয়, স্বল্পমূল্যে ওষুধ ও চশমা প্রদান করেন নওগাঁর ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ সৈয়দ আকিব ও তার নেতৃত্বাধীন একটি টিম। রোগিদের কাউন্সিলিং করেন প্যাথলজিস্ট নাবিবা খাতুন ও লিপি মালাকার এবং চক্ষু পরিক্ষা করেন মোখলেসুর রহমান, ওষুধ ও চশমা সরবরাহ করেন অনুফা আক্তার। এদিন সকাল ১০টায় সাংবাদিক কল্যাণ তহবিলের সাংবাদিকদের উপস্থিতিতে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আতিক মাহমুদ। চক্ষুক্যাম্পে ৩০০ রোগির চক্ষুচিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় এবং ন্যায্যমূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। উল্লেখ্য, ছানি অপারেশন, লেন্স সংযোজন ও চোখের নেত্রনালীর অপারেশননের জন্য মনোনীত ৬০জন রোগির চিকিৎসা, যাতায়াত ব্যয় নওগাঁর ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।