মহাদেবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ পিএম
মহাদেবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা যুবদলে দুইটি গ্রুপ এই প্রথম একত্রে দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি পালন করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নিরবতা পালন, বিশেষ মুনাজাত, মহাদেবপুর কবরস্থানে বৃক্ষরোপণ, এনায়েতপুর এতিমখানার শিশুশিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, বিকেলে কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও বাসস্ট্যান্ডে আলোচনা সভা।

নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ, কে, এম, রওশন উল ইসলাম এতে প্রধান অতিথি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, মাসুদুর রহমান মৃধা টিক্কা, সাইদুর রহমান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, শামীমুর রহমান শামীম, এস এম, মাহফুজ আলম, আইনুল হক ও কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান এতে সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে