সেবার মাধ্যমে বন্ধুত্ব বিষয়ক মতবিনিময় সভা করেছে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর। জেলার সেবিকা শিক্ষার্থীদের সাথে এই বন্ধুত্বপূর্ণ মতবিনিময় সভাটি করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সভায় আগত অতিথিসহ সকলে।
২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে এক আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সাবেক কর্মকর্তা ডাঃ এম এ গফুর মিয়া বলেন, রোটার্যাক্টরা যেভাবে সমাজের উপকারে রোটারীয়ানদের সাথে মিলেমিশে কাজ করে। তেমনি নার্সরাও চিকিৎসকদের সহায়িকা হিসেবে সেবা প্রদান করে থাকে। তাই সেবার মাধ্যমে যে বন্ধুত্ব ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা যায় সেটাই এই আয়োজনে বুজানো হলো।
নার্সি ইন্সটিটিউট চাঁদপুরের ইনস্টাক্টর ইনচার্জ মোসাম্মমদ জয়নব বেগমের সভাপতিত্বে এবং রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার্যাক্ট মোঃ ইসতিয়াক খন্দকার সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ রোটাঃ পিপি ডা. ইফতেখারুল আলম, নার্সিং ইন্সটেক্টর রোঃ পিপি নাজমুর নাহার, শাহানারা আক্তার, রোটার্যাক্ট পি পি সামিউল প্রধান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সচিবঃ রোঃ মাহমুদা আক্তার, সহসভাপতি রোঃ অমরেশ দত্ত জয়সহ ক্লাবের রোঃ আবদুর রহমান রাজু, রোঃ তানজিনা আক্তার, রোঃ নিশীতা সুত্রধর, রোঃ রাহাত, রোঃ আরিফ, রোঃ নাজমুল, ইন্টার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সচিব সাহেদুর রহমান অন্তু, ইন্টার্যাক্ট আহাদ, সাবরিনা, দিশা, তাসফিয়া, সুমাইয়া এবং রাজিন।
অনুষ্ঠানে নার্সিং ইন্সটিটিউটের ৩য় বর্ষের নার্সিং এবং মিডওয়েফারি মিলে ৭৫ জন এবং রোটার্যাক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেন এবং ইন্ট্যার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর ৩০ জন অংশগ্রহণ গ্রহণ করেন।
এ বিষয়ে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার্যাক্ট মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত বলেন, সেবার মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা এবং নার্সিং শিক্ষার্থীদের মানবিক সেবা, নেতৃত্ব ও টিমওয়ার্কের মানসিকতা বৃদ্ধি করা এবং রোটার্যাক্ট ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই ছিলো এ সভার মূল লক্ষ্য।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে এম আই কে এন্ড ফ্রেন্ডস এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।