রাজনগরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ পিএম
রাজনগরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের রাজনগরে  ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যােগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার  (২৮ অক্টোবর) বাদ আছর  কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ থেকে  বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  শহীদ মিনার প্রাঙ্গণে  সমাবেশের মাধ্যমে শেষ হয়।  উক্ত সমাবেশে উপজেলা  জামায়াতের সেক্রেটারি মিছবাহুল হাছান সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির আবুর রাইয়ান শাহীন মৌলভীবাজার পৌর শাখার ইসলামি ছাত্র  শিবিরের  সেক্রেটারি কাজী দাইয়ান ও সদর ইউনিয়নের আমির দেলওয়ার হোসেন বাবলু প্রমুখ। এছাড়াও অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা জামায়াতে কর্ম পরিষদের সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, পাঁচগাও  ইউনিয়ন জামায়াতের আমীর জসিম উদ্দিন, মনসুরনগর ইউনিয়নের আমীর সাইফুল ইসলাম ছাড়াও উপজেলা  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।  

উল্লেখ্য ২০০৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় তৎকালীন  বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও-টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন।  ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় লগি-বৈঠার তাণ্ডব। বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত অফিসসহ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেমন চালানো হয় পৈশাচিক হামলা, তেমনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অনেক অফিস, বাড়িঘর, পুরো দেশব্যাপী চলে তাণ্ডবতা। পর দিন ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপললক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে  বিকাল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল।হঠাৎ করেই সকাল ১১টার দিকে আওয়ামী লীগের লগি, বৈঠা ও অস্ত্রধারীরা জামায়াতের সমাবেশ স্থলে হামলা চালায়। সেদিন পুরো ঢাকা জুড়ে ছিল লগি, বৈঠা বাহিনীর তাণ্ডবতা।  পল্টনে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে তারা ছয়জনকে হত্যা করে এবং ওই তান্ডবে আহত হন সহস্রাধিক। এমনকি, মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর ওঠে নৃত্য-উল্লাস করতে থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে