নাটোরের লালপুর উপজেলাধীন মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি মোঃ মেহেদী হাসান ১ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন ভবন শিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে আশা ব্যাক্ত করে শিক্ষার মান উন্নয়নের প্রতিষ্ঠানের সবাইকে মনোযোগী হবার জন্য আহবান করেন। বক্তব্য শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মোমিনপুর মাজার শরিফ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ আব্দুর রশিদ, শিক্ষানুরাগি ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা প্রকৌশলী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।