মেট্রোরেলের দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, পরিবারকে ২কোটি টাকা ক্ষতিপূরণে রুল

এফএনএস
| আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ পিএম | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ১২:২৭ পিএম
মেট্রোরেলের দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, পরিবারকে ২কোটি টাকা ক্ষতিপূরণে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের ঘটনায় ঐ পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

একই সঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। 

রিটে মেট্টোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়। এছাড়া মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে