শেরপুরে ছয়জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:২১ এএম
শেরপুরে ছয়জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসচালক মো. সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব । মঙ্গলবার ভোরে র‌্যাব -১৪, জামালপুর ও র‌্যাব-১, উত্তরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে সদর থানার পুলিশ এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাসচালক সুমনকে শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে। সুমন জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

র‌্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বাসচালক সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর  শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হন। শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় নিহত অটোরিকশাচালক লোকমান হোসেনের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে গত রোববার সড়ক পরিবহন আইনে সদর থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে বাসচালক মো. সুমনকে গ্রেপ্তার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে